নাছির উদ্দীন রাজ, টেকনাফ
কক্সবাজার টেকনাফ মুছনি নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা শিবিরে আগুন পুড়ে গেছে প্রায় ৭০০ত ঘর বাড়ি।১৪ জানুয়ারি ২০২১ইং মধ্য রাতে
রোহিঙ্গা ক্যম্পের কিকাশ মোড় নামক স্থানের বাসিন্দা মোঃ নুর কবির এর বাড়ি থেকে আগুনের সূত্র পাত হয়ে রেজিস্ট্রার রোহিঙ্গা শিবিরের প্রায় ৭০০ঘর পড়ে যায়। রাতে খবর পেয়ে টেকনাফ হতে ফাইয়ার সার্ভিসের কর্মীরা এতে ৩ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানাগেছে ।
সকালে ঘটনা স্থল পরিদর্শন করেছে রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজুওয়ান হায়াত। এ সময় উপস্থিত ছিলেন মুছনি নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি আই সি আব্দুল হান্নান ও ক্যাম্প ২৬/২৭নং সি আই সি খালিদ হোছাইন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের প্রাথমিক ভাবে মেরামতের জন্য আসবাবপত্র দেয়াহচ্ছে বলে জানিয়েছেন আর আর আর সি রেজুওয়ান হায়াত।
Leave a Reply