নাছির উদ্দীন রাজ, টেকনাফ
আধ্যাত্মিক জগতের দুই মহান সাধক আলহাজ্ব ড.গাজী কামরুল ইসলাম ও মরহুম হাফেজ আব্দুল হাই (রঃ) খুটাখালীর স্মৃতিবিজড়িত রঙ্গিখালী গ্রামে উদ্বোধন হলো হানাখায়ে গারাংগিয়া আন নূর জামে মসজিদ। ১২মার্চ ২০২১ইং জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় উক্ত মসজিদটি। উক্তি মসজিদের যাত্রালগ্নে নামাজের ইমামতি করেন রংগীখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সদ্য অবসর প্রাপ্ত অধ্যক্ষ মৌলানা কামাল হোসেন। উপস্থিত ছিলেন, রংগীখালী মাদ্রাসার শিক্ষক মৌলানা হাফেজ আবু সাঈদ, মৌলানা আজিজ উদ্দীন, সার্বিক ব্যবস্থা পানায় ছিলেন, নুর মোহাম্মদ, কালু সওদাগর, জয়নাল, হোছাইন সহ আরো অনেকেই। পরে দেশ ও জাতির কল্যানে দোয়া ও মুনাজাত করা হয়।
Leave a Reply