স্পোর্টস ডেস্ক,টেকনাফ ৭১
ঢাকায় লঙ্কান দলে করোনার হানা
দুই ক্রিকেটারসহ বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কা দলের একজন কোচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।রোববার (২৩) সকালে শ্রীলঙ্কান গণমাধ্যম নিউজ সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে।এক প্রতিবেদনে তারা জানায়, বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও পেসার শিরান ফার্ন্দানো কোভিড পজেটিভ হয়েছেন।
এদিন দুপুর একটায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আয়োজন হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।সব প্রস্তুতি যখন সম্পন্ন ঠিক শেষ মুহূর্তে সফরকারীদের করোনা আক্রান্তের খবর সামনে এলো।
নিউজ সেন্টার দাবি করছে, তিনজন করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। অন্যদিকে দ্বিতীয় পিসিআর টেস্ট রিপোর্টের অপেক্ষায় রয়েছে লঙ্কা শিবির।
Leave a Reply