মোঃ শেখ রাসেল/আরাফাত সানী,টেকনাফ
কক্সবাজার টেকনাফে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরফ সাপ্লাইয়ের অভিযোগে
শামলাপুর নামার বাজারে দুই বরফ মিলের মালিককে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৭৫ হাজার টাকা জরিমানা করা করেছে।
জানা যায়,(২৮ জুন)সোমবার সকাল ১১টার বাহারছড়া শামলাপুর নামার বাজারে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) আবুল মনসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে স্থানীয় বরফ কলের মালিক হাফেজ আহমদ ও রশিদ আহমেদের বরফ কলে মাছ ধরার উপর নিষিদ্ধ সময়ে বরফ সরবরাহের দায়ে নগদে দুই কলের মালিককে ৪০ হাজার ও ৩৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব জরিমানার অর্থ নগদে আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট( ভূমি) আবুল মনসুর। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,সহকারী মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সহ কোষ্টগার্ড ও পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply