বিশেষ প্রতিবেদক : উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে লুৎফর ডাকাত নামে একজন নিহত হয়েছে। বিজিবির দাবি নিহত ব্যক্তি দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী।
বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টারদিকে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল ৫ টারদিকে উখিয়া সীমান্তে মাদক পাচারকালে বিজিবির অবস্থান টের পালিয়ে যাওয়ার সময় বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে একজনের মৃতদেহ পাওয়া যায়। এছাড়াও ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তি লুৎফুর রহমান লুতিয়া। সেই দূর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির অধিক মামলা রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
Leave a Reply