বিশেষ প্রতিবেদক,টেকনাফ
উখিয়া-টেকনাফের সাবেক এমপি আব্দুর রহমান বদির সহায়তায় ৪’শ ৩৫ জন অসহায় পরিবারকে চাল বিতরন করলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান।
শনিবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভার জালিপাড়া নিজ বাড়ির সামনে স্থাস্থ্যবিধি মেনে ৪’শ ৩৫ জন করোনায় কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে চাল বিরতন করা হয়। তবে এই ওয়ার্ডের জন্য সরকারী বরাদ্ধ ছিল ১৮৫ পরিবারের।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর কৃষক লীগের ৮ নং ওয়াডের সভাপতি মোং ইসমাইল, সাধারণ সম্পাদক আবুল হোসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরন শেষে কাউন্সিলর নুরুজ্জামান বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরন চালকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার। দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে।’
তিনি আরো বলেন, দরিদ্র-অসহায় পরিবারের মাঝে সরকারী চাল বিতরনের পাশপাশি নিজস্ব অর্থয়ানে ২৫০ জনসহ ৪৩৫ জনকে চাল পৌছে দিয়েছি। আগামীতে আরো বেশী সহায়তা প্রদান করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
Leave a Reply