জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
ক্রিড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় ক্রিড়া পরিষদ আয়োজিত প্রধানমন্ত্রী থেকে সম্মাননা গ্রহন করার পর বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’কে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগ,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি বাইশারী ইউপি, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব, উপজেলা ছাত্র লীগ,সেচ্ছাসেবী লীগ, যুবলীগ, বাজার ব্যববসায়ীসহ বিভিন্ন ক্রিড়া, সামাজিক, রাজনৈতিক সংগঠন এর পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গত ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২১ জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেরা সংগঠক হিসেবে জাতীয় ক্রিড়া পরিষদ সম্মাননা প্রদানের পর ক্যশৈহ্লা’কে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা একের পরএক ক্রেষ্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩ টায় ক্রেষ্ট প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানান নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো: ইমরান, জেলাপরিষদ সদস্য ক্যানো ওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল অাবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মো: অালম,নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবু তাহের সওদাগর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক অাব্দুল হামিদ, যুগ্ন অাহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি উপজেলা সেচ্ছাসেবী লীগের সভাপতি অাব্দুস সাত্তার, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদুর উল্লাহ বিন্দু, ছাত্র লীগ নেতা মুমিনুল আলম মুমু, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আসাদুজ্জান ইফাজ, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি সদস্য (মহিলা) রাশেদা বেগম, উপজেলা যুবলীগের সাধারণ ও ইউপি সদস্য মো: আলী হোসেন, বাইশারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি সদস্য চাইহ্লাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ক্যশৈহ্লা কে এই সন্মাননা প্রদান করেন।
ক্যশৈহ্লা বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ক্রিড়া সংগঠক হিসাবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা এই সম্মাননা পাওয়ায়, বান্দরবান তথা নাইক্ষ্যংছড়ি উপজেলাসহ পুরো পার্বত্যবাসীর জন্য বিরল সন্মান বয়ে আনে বলে মনে করছে নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগে সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এ সম্মান আমার নয়, নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীসহ পুরো বান্দরবানবাসীর।###!
Leave a Reply