প্রেস বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি শাকের আহাম্মদ এম এ
ও সহ সভাপতি শহিদুল্লাহ কায়সার কে মিথ্যা মামলা দেওয়ায় তীব্র নিন্দ ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সংগঠনের বিভিন্ন স্থরের নেন্তৃবৃন্দ। ১৬ অগাষ্ট সন্ধায় হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের কার্যালয়ে এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সভাপতি মরহুম এইচ কে আনোয়ার এর সুযোগ্য সন্তান জাহেদ হোসেন সম্রাট । হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান কাজল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ । বক্তারা বলেন,
গত ১৯ জুন রাত ১০টায় লেদা থেকে বাড়ী ফেরার পথে রঙ্গীখালী রাস্তার মাথাস্থ ব্রীজের উপর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নুর ও মোঃ সরোয়ারকে প্রাণনাশের উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এই ঘটনায় মারাত্তক আহত মোঃ নুর গত ২৪জুন বাদী হয়ে ৯জন কে এজাহার নামীয় ও ৫/৭জনকে অজ্ঞাত রেখে আসামী করে মামলা দায়ের করেন। যার নং-টেক-৭৮/তারিখ-২৪-০৬-২১ইং।
উক্ত মামলায় হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের প্রভাবশালী সিনিয়র দুই নেতার নাম ( সভাপতি, শাকের আহাম্মদ এম এ, সহ সভাপতি শহিদুল্লাহ কায়সার) দের নাম দেখে আমরা রিতিমত হত বাক হয়। যা দেখে আমাদের মনে হয়েছে রাজনৈতিক ভাবে হেয় করতে ও কৃষক লীগের মত সংগঠন কে দমিয়ে রাখতে এ হিন মামলার আয়োজন। আমাদের জানামতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা কৃষক লীগের নেতা কর্মীরা এরকম ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকতে পারে না । প্রকৃত অপরাধীদের আসামি না করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে কৃষক লীগের নেতাকর্মীদের মামলা দিয়েছে ।
অনতিবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি । না হয় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে কৃষক লীগের পক্ষ থেকে প্রতিবাদ, মানববন্ধন সহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে ।
এ সময় জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন,
মোঃ আহসান উল্লাহ, শামসুল আলম জিহাদী, মোঃ ইসমাইল, শাহ মোঃ শুনো আলম, মোঃ শাকের, কামরুল ইসলাম ফাহিম, আবুল কালাম, মোঃ শাহীদ , পলাশ দাস,আব্দুর রহমান, মাহমবুব রহমান,মকবুল, রশিদ আহাম্মদ, মোঃ রিসাত মিয়া, মুফিজুর রহমান, মিজানুর রহমান,কায়ছার উদ্দীন, রশিদ আহাম্মদ, ইমান হোসেন, আবছার উদ্দীন সহ হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের স্ব স্ব ওয়ার্ডের সভাপতি /সম্পাদক বৃন্দ।
Leave a Reply