মোঃ আরাফাত সানী/নাছির উদ্দীন রাজ,টেকনাফ
কক্সবাজারের টেকনাফে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। সোমবার রাত সাড়ে বারোটার দিকে টেকনাফ সদর ইউপির মিঠা পানির ছড়া গ্রামের ইউনুসের বাড়ির নিজ কক্ষ হতে তা উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানা ওসি মোঃ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠা পানির ছড়া একটি বাড়িতে ইয়াবা ও ফেনসিডিল ক্রয় বিক্রয়ের জন্য মজুদ রয়েছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এ সময় বাড়ির মালিক পালিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির কক্ষে আলমিরার পাশে ড্রামের ভিতরে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বাড়িতে মাদক মওজুদ রাখার অপরাধে মাদক আইনে উদ্ধারকৃত মালামাল নিয়ে মাদক আইনে বাড়ি মালিক ইউনুসকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানার একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply