দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াবা সুন্দরী আটক
বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ আজ ১৬ ফেব্রুয়ারি ২০২২ (বুধবার) বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী -পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন যুবতীকে ইয়াবাসহ আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার এসআই( নিঃ) মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী -পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ২,০০০ (দুই হাজার) পিছ ইয়াবা ট্যাবলেটসহ আসামী- কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন শাপলাপুর মকবকী নতুন পাড়ার আব্দু শুক্কুরের কন্যা রুবি আক্তার (২৩) কে আটক করেছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামী এবং উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে বলে জানান, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ কামাল উদ্দীন। সেই সাথে ওসি আরও বলেন, বাঁশখালী সীমানা ব্যবহার করে মাদক গুলো দেশে জুড়ে ছড়িয়ে পড়ছে। আমাদের বাঁশখালী থানার টিম সব সময় বাঁশখালী সর্ব দক্ষিণে সীমানা এলাকায় চেকপোস্ট বসানো থাকে। এই চেকপোস্টের মাধ্যমে আমরা সব সময় মাদক দ্রবা পরিবহণকারী ও মাদকের সাথে যারা জড়িত আছে সবাইকে শনাক্ত করি, তল্লাশী করি। পরে মাদকদ্রব্য আইন মোতাবেক মামলা রুজু করে আদালতের কাছে হস্তান্তর করি।###
Leave a Reply