নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ৫টি ইট ভাটাতে অভিযান চালিয়ে ১৯ লাখ টাকার নগদ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ( ঢাকা)।
বুধবার (২ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঢৈংগকাটা এলাকায় এ সব অভিযান পরিচালনা করেন।
এ সময় এলাকার পরিবেশ দূষত ও অবৈধ ইট ভাটা চালো এবং প্রতিবেশের ক্ষতি হওয়ায় কারণে মোট ৫টি ইট ভাটা কে বিভিন্ন কেটাগরি তে অর্থ অর্থদণ্ডে দণ্ডিত করা হয় । দন্ডিত ইট ভাটা গুলো হল, এ এইচ বি ৫ লাখ, এম কে বি ৫ লাখ, এ আর বি ৩ লাখ, এস এম বি ৩ লাখ, ও এম আর বি -৩লাখ টাকা করে জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন ( ঢাকা) টেকনাফ ৭১ কে জানান, আমি ঢাকা থেকে এসেছি, পুরো কক্সবাজারে পরিবেশ রক্ষায় ইট ভাটা গুলোতে অভিযান পরিচালনা করছি। তবে পরিবেশ রক্ষায় সব জায়গায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply