মো. আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
সীমান্ত শহর থানাধীন হ্নীলায় অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন৷ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১৫ জানান, র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গত
সোমবার (৯ জানুয়ারী) বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ লেদা রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলম এর বসত ঘরের নিকট এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শামসুল আলমকে আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের ক্লক-১২ এর নুর আলম ছেলে শামসুল আলম (৩৪) কে আটক করা হয় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর আগেই আরো তিনজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
র্যাব আরও জানান, ধৃত ব্যক্তি ও পলাতক আসামীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে জেলাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে ।
Leave a Reply