নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে টেকনাফ – সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু হচ্ছে আগামীকাল কাল শুক্রবার থেকে। বৃহস্পতিবার ( ১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত সিন্ধান্ত হয় বলে জানিয়েছে। তাই ওই রুটে পর্যটক বাহি জাহাজ চলাচলে আর কোন বাঁধা নেই।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, আগামীকাল সেন্টমার্টিনের উদ্দেশ্যে দুই টি জাহাজ ছেড়ে যাবে। পরে পর্যায়ক্রমে বাকী গুলো চলাচল করবে। তবে আমি আশা করি জাহাজ চলাচল শুরু হওয়াতে দ্বীপের পর্যটন ব্যবসার সাথে যাদের জীবন জীবিকা জড়িত তাদের জন্য যেমন স্বস্তির খবর তেমনি পর্যটকেরাও তাদের বিনোদনে সুযোগ লাভ করল।
বিআইডব্লিটিএ -এর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক নয়ন শীল জানান, আজকে সন্ধ্যায় ডিসি স্যারের নেতৃত্ব তাহার কার্যালয়ে একটি মিটিং হয়েছে, সেখানে টেকনাফ- সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের জন্য মতামত চাওয়া হয়েছিল কিন্তুু পরিস্থিতি শান্ত থাকার কারণে সকলে হ্যাঁ বলেছেন। সে জন্য কাল থেকে চালু হচ্ছে।
সেন্টমার্টিনের স্থানীয় বাসীন্দা আজিজ জানান, দীর্ঘ দিন পরে হলেও টেকনাফ – সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ায় আমাদের দ্বীপ বাসীর জন্য ঈদের চাঁদ উঠেছে মনে হচ্ছে। টেকনাফ থেকে পর্যটক বাহি জাহাজ আসলে ব্যবসা বানিজ্যে দ্বীপ বাসী অন্তত ৫০% ক্ষতি থেকে রক্ষা পাবে।
Leave a Reply