মোঃ আরাফাত সানি।।
শকুন ভীষণ উপকারী একটি পাখি। মৃত পশুর দেহ শকুনের প্রধান খাদ্য। পাখি হিসেবে শকুন মানুষের কাছে মোটেই পছন্দের না হলেও মরদেহ খেয়ে যেভাবে তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখে, সেজন্য তাদের উপযোগিতা ভালোভাবেই স্বীকৃত।
টেকনাফের উপকূলীয় ইউনিয়ন সাবরাংয়ে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকায় জেলে মো. আলমের বাড়ি গাছ থেকে আঙ্গিনায় নেমে আসা বিপন্ন প্রায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করেছে উপকূলীয় বনবিভাগ টেকনাফ।
সোমবার (১১ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে শাহপরীর দ্বীপ ডেইল পাড়া এলাকায় মোহাম্মদ আলমের বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা শকুনটি ক্ষুধার্ত ও দল হারা ছিল।
টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, শকুনটিকে দল হারা হয়ে টেকনাফ উপকূলীয় ইউনিয়ন শাহপরীর দ্বীপ আলম নামের এক জেলের বাড়িতে শকুনটি অবস্থান করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করা হয়েছে। শকুনটি বর্তমানে সুস্থ রয়েছে এবং আগামীকাল দুলহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে শকুনটি হিমালয়ান প্রজাতির।###
Leave a Reply