ফারুকুর রাহমান (টেকনাফ)
আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনাফ উপজেলা নির্বাচন । এতে চেয়ারম্যান ভাইস-চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান সহ ৯ জন প্রার্থী রয়েছেন ।
আজ সোমবার কক্সবাজার থেকে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যানদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরেই শুরু হয়েছে প্রচার-প্রচারণা আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। আগামী ২৭ মে রাত ১২টা পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। ২৯ মে অনুষ্ঠিত হবে টেকনাফ উপজেলা নির্বাচন ।
চেয়ারম্যান পদে রয়েছেন- জাফর আলম (আনারস) প্রতীক প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, (টেলিফোন) প্রতীক ও দিদার আলম (মোটরসাইকেল) প্রতীক ।
ভাইস চেয়ারম্যান পদে- সাবেক ভাইস-চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দিন (মাইক) প্রতীক প্রতিদ্বন্দিতা করছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম (টিউবওয়েল) ও (চশমা) প্রতীকে মোহাম্মদ আবু ছিদ্দিক ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন- হ্নীলা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মরর্জিনা আক্তার (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন, বর্তমান ভাইস-চেয়ারম্যান তাহেরা আক্তার (পদ্মফুল) প্রতীক ও টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম জান আক্তার গোলাপি (কলসি) প্রতীক ।
টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৭ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৯৪ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৫৬৩ জন। ৬০টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
Leave a Reply