নাছির উদ্দীন রাজ, টেকনাফ
টেকনাফের হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক বিভিন্ন ওয়ার্ডের সম্মেলনের দিন তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রংগীখালী স্টেশনে বিএনপির অফিসে উক্ত দিন তারিখ ঘোষণা করা হয়। হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সম্মেলন প্রস্তুুতি কমিটির সমন্বয় ও জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী নির্দেশে হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী, টেকনাফ উপজেলা মৎসজীবি দলের সভাপতি জালাল উদ্দীন সহ ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামীতে যে কয়টি ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিলের তারিক ঘোষণা করা হয়েছে তা হল, ১৯ ডিসেম্বর সাংগঠনিক ৪নং ওয়ার্ড রংগীখালী স্টেশনে, ২০ ডিসেম্বর ৩নং ওয়ার্ড লামার পাড়া, ২২ ডিসেম্বর ৬/ ৭নং ওয়ার্ড পূর্ব ও পশ্চিম লেদা, ২৪ ডিসেম্বর ৮ /৯ নং ওয়ার্ড নয়াপাড়া, জাদিমুড়া।
Leave a Reply