ফারুকুর রাহমান, টেকনাফ ৭১।
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান এসোসিয়েশন টেকনাফ জোনাল অফিসের অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারী) শনিবার সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন পুরাতন রেজিস্ট্রি অফিসের দ্বিতীয় তলায়, বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিনের যৌথ পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি এস এ মনসুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবুল আনচার সহ, খুরুশকুল সদর উপজেলার সভাপতি মিজানুর রহমান, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, চকরিয়া জোনাল অফিসের সভাপতি গিয়াস উদ্দিন ও খুরুশকুল ইলেকট্রিশিয়ান সমিতির সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন কালু।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দকে অক্ষ বদ্ধ হয়ে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে জনকল্যাণ মুখি কাজ করার আহ্বান জানান।
এতে বাংলাদেশ ভিলেজ ইলেক্ট্রেশিয়ান এসোসিয়েশন টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন’সহ সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply