• ফারুকুর রাহমান, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের সীমান্তবর্তী এলাকায় ৪শ ৪০ জন শীতার্ত গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত ১০০ জন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি, উপ শাখা সীপকস, টেকনাফ এর ব্যবস্থাপনায় ২০০ জন, দমদমিয়া এবং শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ১৪০ জনসহ সর্বমোট ৪শত ৪০ জনের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
এসময় সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু, অধিনায়ক এবং ইন্ট অফিসার সহ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) উপস্থিত ছিলেন।
শীত বস্ত্র বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এছাড়াও যেকোনো ধরনের মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক এর দিক-নির্দেশনা অনুযায়ী ২০২৫ তারিখ কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিএ-৫৬১৫ ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান, এসবিপি, ওএসপি, বিএসপি, কর্তৃক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সীমান্ত এলাকার বসবাসরত সকল মানুষের পাশে বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Leave a Reply