নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
টেকনাফের বাহার ছড়া শামলাপুর ২নং ওয়ার্ডের শ্রমীক লীগের সভাপতি শহীদুল্লাহ কে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। রবিবার রাতে পুলিশের অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বাহার ছড়া পুলিশ ফাড়িঁর ইনচার্জ সুবন কুমার দাস।
স্থানীয় যুবদলের এক নেতা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে চাঁদা আদায় করে বাহার ছড়া এলাকার মানুষ কে অনেক কষ্ট দিয়েছিল শহীদুল্লাহ। তাকে পুলিশ আটক করায় আমরা আনন্দিত।
ফাঁড়ির ইনচার্জ জানান, রাতে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply