মোহাম্মদ তোফাইল টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৪ (অক্টোবর) সকাল ১০ টায় টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস্য অধিদপ্তরের মাঠ কর্মকর্তা শহিদুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
উপস্থিত ছিলেন, নৌপুলিশ ইনচার্জ আতিকুর রহমান, টেকনাফ ২ বিজিবি নায়েক সুবেদার আব্দুল কাদের, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার মোঃ আরিফ মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্য বলেন,টেকনাফের আইন অমান্যকারী ছেলেদের শাস্তির আওতায় আনা হবে,এই ২২ দিন নিষেধাজ্ঞা এটি সারা বাংলাদেশ একসাথে চলমান,সবাই পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন,সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ইলিশ পরিবহন মজুদ বাজারজাতকরণ ক্রয় বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ এবং দন্তনীয় অপরাধ বলে গণ্য হবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় মৎস্যজী টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ তৈয়ুব, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,সময়ের কণ্ঠস্বরের টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু, আমার বার্তার টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ তোফাইল বাজার কমিটির সভাপতি পরিচালক সাধারণ জেলে ব্যবসায়ীসহ আরো অনেকে।
Leave a Reply