মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ও বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযানে ৭ জন কে ১২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে।
(রবিবার) ০৫ সেপ্টেম্বর সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অফিস চলাকালীন সময়ে সরকারি নির্দেশ অমান্য করে। বিভিন্ন ঔষুধ কোম্পানি প্রতিনিধিরা অবৈধ ভাবে প্রবেশ করে আইন অমান্য করে আউটডোর, ইনডোর গিয়ে ডাক্তারদের দেওয়া ব্যবস্তাপত্র (প্রেসক্রিপশন) ছবি তুলার সহ বিভিন্ন অপরাধে দালাল আইনে ৫ জন এম আর ও এস আর কে জন প্রতি ৫’শ টাকা করে ২ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে গত শনিবার বাহাড়ছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে মাটি কাঁটার অপরাধে ২ জনকে মোবাইল কোর্ট পরিচালক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান দুটোতে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। সিপিপি র্যাব-১৫ এর টেকনাফের ইনচার্জ লেঃ কমান্ডার মাহাবুব ও সহকারী পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার।
Leave a Reply