1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেক আইডি থেকে মিথ‍্যা অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমিনুর রহমান টেকনাফে সোর্স পরিচয়ে অস্ত্রধারী মাদক কারবারি আয়ুব’সহ ৫ বখাটে মিলে মা-মেয়েকে গণধর্ষণ! সীমান্তে সর্ববৃহৎ মাদকের চালান লুটপাট শীর্ষক সংবাদে একাংশের ব্যাখ্যা ও প্রতিবাদ টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ আটক ০১ পদে থেকেই ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৭ পছন্দ হলেই জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করা যে দেশের রীতি সাবরাং কচুবনিয়ার ইয়াবা ডনরা অধরা রুমায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সদস্য নিহত মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু

দীর্ঘ সাজা শেষে ৪১ বাংলাদেশীকে ফেরত দিল মিয়ানমার |Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৯৫ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত সানী, টেকনাফ 

বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর অবশেষে আটক ৪১ জন বাংলাদেশি নাগরিককে স্বদেশে ফেরত দিল মিয়ানমার। বুধবার (২৩ মার্চ) বিকালে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালেদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান,গত ৬ মে ২০২১ হতে বাংলাদেশি ৪১ জন নাগরিক মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছিলেন।বিষয়টি জানতে পারার পর থেকেই বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়,পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘ এক বছর কুটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পর বুধবার (২৩ মার্চ )সকাল হতে বিকাল পর্যন্ত মিয়ানমারের মন্ডু পয়েন্ট অব এনট্রি নামক স্থানে দুপক্ষের পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারে আটক ৪১ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ।এদিকে পতাকা বৈঠকে মিয়ানমার বিজিপি’র পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্ণেল কাও না ইয়াং শো।

মিয়ানমার ফেরত বাংলাদেশি ৪১ নাগরিকরা হলেন-জাকির হোসেন,নুরুল আবছার ,মোহাম্মদ আয়ুব খান,মোহাম্মদ আব্দুল্লাহ,সিরাজুল ইসলাম,সাদ্দাম হোছাইন,আব্দুর রশিদ,মোহামম্মদ সাকিব,মং থিং মারমা ,চাইলাপ্রæ মারমা ,নথিমং মারমা ,মং লং চিং মারমা,ইউ মং চির মারমা,হালিমা খাতুন,উছাথুই মারমা,চাইন ডু অং মারমা ,হারমনি ত্রিপুরা,হে হে ত্রিপুরা,ডালিয়েন ত্রিপুরা,সচিং ইউ মারমা,থোয়াই কি চিং মারমা ,সাধু অং মারমা ,হা সুইচিং মারমা,পাইসা থুই মারমা,আলী আহমদ, মোহাম্মদ শরীফ,ইমরান হোছাইন,নুর কাশেম,নুর আলম,মোহাম্মদ আলম,কলিম উল্লাহ,মোরশেদ আলম,মোহাম্মদ রফিক,জানে আলম, বাবুল, মুজিবুল্লাহ,সোলতান,মোহাম্মদ সলিম,মকবুল মাঝি,সাদেক।

তাদেরকে করোনা পরীক্ষার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হবে জানান টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ শেখ খালিদ মোহম্মদ ইফতেখার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর