সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ,
টেকনাফে হোম কোয়ারান্টাইন না মানায় ১ সৌদি প্রবাসীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। ১৯ মার্চ’২০ ইংরেজী উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাজা পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, ইউএনও’র অফিস সহকারী তরুণ কান্তি রুদ্র, স্যানিটারী ইন্সপেক্টর সোহরাব হোসেন উপস্থিত ছিলেন। পরে হোম কোয়ারান্টাইন না মানা সৌদি প্রবাসী ব্যক্তি বাহারছড়া মারিশবনীয়ার মৃত মোঃ শফির পুত্র সালামত উল্লাহকে ২০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে লোকজনদেরকে লিফলেট দিয়ে সচেতন করা হয় বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল বলেন, করোনা সম্পর্কে সচেতন থাকার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আমরা নিয়মিত লোকজনদেরকে সচেতন করে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হোম কোয়ারান্টাইন না মানলে ছাড় না দেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
Leave a Reply