মো. আরাফাত সানি, টেকনাফ।
গ্যাস-বিদুৎ-চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দরা।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ সদর ইউপির বায়তুশ শরফ মাদ্রাসা প্রাঙ্গনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে পৌরসভার আলো শপিং কমপ্লেক্সে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলম মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শফির সঞ্চালনায় উক্ত সমাবেশে আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থেকে বোঝা যায়,তাদের রাজনৈতিক দৈন্য এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না।
বিএনপির ইউনিয়ন পদযাত্রা সভায় তিনি এ কথা বলেন। বিদ্যুৎ,গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি,সরকার পদত্যাগের দাবিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ হয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ বলেন,দেশের মানুষ আপনাদের কর্মসূচি দেখে হাসে।যতই শান্তি সমাবেশ দেন,যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন,আপনারা জনগণের কাছে হাস্যকর হিসেবে পরিচিত হয়েছেন।পাল্টা কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না।তাদের (আওয়ামী লীগ) ভূমিকা দেখলে মনে হয় আওয়ামী লীগ সরকারে নেই,বিরোধী দলে বলে মন্তব্য করেন আবদুল্লাহ।
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে দাবী করে আবদুল্লাহ বলেন,আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন আইনশৃঙ্খলা বাহিনীর আশ্রয় নিচ্ছেন।আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন।
উল্লেখ্য যে- আবদুল্লাহর নেতৃত্বে উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে শত-শত নেতাকর্মীরা মিছিল সহকারে ১০ দফা দাবীর বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা ও সমাবেশ করেন।
Leave a Reply