1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে চেয়ারম্যান হলেন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল নি’র্ল’জ্জ টেকনাফ উপজেলার বিএনপির একটি অংশ! স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ বৈষম্যের শিকার: টেকনাফের বিজয় সমাবেশে অধ্যক্ষ আনোয়ারী টেকনাফ প্রেসক্লাবে মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত টেকনাফে ৩১বার তুপ ধ্বনি ও শহীদ মিনারে ফুলদিয়ে শহীদের শ্রদ্ধা জানিয়ে শুরু হল বিজয় দিবসের কার্যক্রম মুক্তি ককসবাজার কর্তৃক মার্কেট লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত হ্নীলা ইউনিয়ন পরিষদের দৃষ্টি নন্দন মসজিদের উদ্বোধন করেছেন টেকনাফ ইউএনও, মোঃ ইমামুল হাফিজ নাদিম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ উপজেলা শ্রমিকদলের সাঃ সম্পাদক মুন্না ভারতে পা’লিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হা’মলাকারী: সায়ের সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন টেকনাফের আব্দুল্লাহ ছেলে মেধাবী ছাত্র আব্দুল হাফেজ

মানবতার স্বার্থে সমালোচিত হওয়া জায়েজ!

  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ৩৮২ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, টেকনাফ।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাজারে একশ্রেণির অসাধু মজুদদারদের কারসাজিতে দিনমজুর ও অসহায় মানুষগুলোর নিত্যপণ্য ক্রয় করে জীবন-জীবিকা নির্বাহ করা এক ধরণের দুরূহ কাজ হয়ে উঠেছে। আর এই ধরণের পরিস্হিতিতে যদি এই মানুষগুলোর পাশে এসে কোন ব্যক্ত বা প্রতিষ্ঠান সাহায্য বা সহানুভূতির হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের বিরুদ্ধে সমালোচলার কাব্যরচনা না করে বরঞ্চ প্রশংসা ও উৎসাহ প্রদান করা সমীচীন হবে। আর এতে আমার বা আপনার ব্যক্তিগত কোন লাভ না হলেও দরিদ্র মানুষগুলোতো অন্তত একটু স্বস্তি নিশ্বাস নিতে পারবেন।

অথচ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রিকার পাতায় প্রায় দেখতে পায় যে, অনেকে দশজন থেকে চাঁদা সংগ্রহ করে ত্রাণ বা সাহায্য দিয়ে নিজের নামে ছবিযুক্ত পোস্ট দেন। কী দেখাতে চান তারা ? তারা কী নিজেদেরকে বিশাল দানবীর ও বড় মাপের রাজনীতিবীদ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান! এখন আধুনিক যুগ মানুষ সব বুঝে!
অসহায় মানুষেরা প্রয়োজনের তাগিদে সাহায্য নেবে ঠিকই মাগর মনের আয়নায় আমাকে ও আপনারকে ঠিক উল্টোভাবে গেঁথে রাখবে আজীবন।

আমরা এমন জাতি শুধু সমালোচনার স্বার্থে সমালোচনা করি।আর এটা আমাদের সমাজের কিছু মানুষের অভ্যাসে পরিনত হয়েছে। তবে গঠনমূলক সমালোচনা জায়েজ।

এবার অন্তত আমরা সমালোচনা বাদ দিয়ে সহযোগিতা,সহানুভূতি, সহমর্মিতা ও সাহায্যের হাত বাড়িয়ে দিই। আগে আমরা অসহায় ও সম্বলহীন মানুষের জন্য কিছু করি তারপর না হয় সমালোচনা করব! আমরা সমালোচনা বাদ দিয়ে যদি পারতপক্ষে একজন অসহায় প্রতিবেশীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে আল্লাহর ধরা থেকে অন্তত বাঁচব।

সবাই টাকা ও নিত্যপণ্য দিয়ে সহযোগিতা করবে তা কিন্ত না। অনেকে ত্রাণ দিয়ে,অনেকে কথা দিয়ে আবার অনেকে মানবিক দিক বিবেচনা করে শ্রম দিয়ে সাহায্য ও সহযোগিতা করবে। মানুষ হিসেবে আমাদের এগুলো করা উচিত নয় কী? সমাজে সবাই কোটিপতি নয়। আবার অনেক কেটিপতি কিন্তু মানবিক নামক শব্দের সাথে পরিচিত হননি। হয়তো তাঁরা নিজ পরিবারের ক্ষেত্রে অতি মানবিক।

আসুন আমরা পরনিন্দাকারী বা সমালোচনাকারী না হয়ে সমাজের সবার সাথে মিলেমিশে আলোচনার মাধ্যমে মানবিক কাজ নিয়ে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায়। তা এককভাবে হউক বা সমষ্টিগতভাবে হউক। যেখানে সবার কল্যাণে হবে, সেখানে নিজেকে সমালোচনাকারী হিসেবে পরিচিত হয়ে আমি বা আপনি কেন অকল্যাণের অংশীদার হবো!

 

লেখক : সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক টেকনাফ মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!