মোঃ আরাফাত সানী::টেকনাফ ৭১
সারা দেশের ন্যায় টেকনাফে প্রতিদিনের ন্যায় আজও ও করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও জনসমাগম সহনীয় পর্যায়ে রাখা সহ বাজার ব্যবস্থা সাধারণ ভুক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা নিয়ন্ত্রণে প্রতিদিনের মত আজও টেকনাফ উপজেলার পৌরসভা, সদর ইউনিয়ন,সাবরাং, নয়াপাড়া ইত্যাদি ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট “মোঃ আবুল মনসুর। পাশাপাশি সবাইকে মাইকিং করে সর্তক করে দেয়া হচ্ছে।অভিযান পরিচালনা কালে সরকারি সড়কপথে নিয়ম কে অমান্য করার এক সিএনজি ড্রাইভার ও বিভিন্ন প্রতিষ্ঠান কে আইন অমান্য করার অভিযোগে মোট ১১ জন কে ৩৪,৫০০ টাকা নগত জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ বাহিনীর “টেকনাফ দায়িত্বরত” লেঃ কমান্ডার তৌকির আহাম্মদ, টেকনাফ মডেল থানার এস আই বোরহান, এস আই আমির সহ স্থানীয় সংবাদকর্মীরা।
এসময় টেকনাফ উপজেলার বেশ কয়েকটি মসজিদে মুসল্লিদের জনসমাগম দেখে উক্ত মসজিদের আলেম ও মুয়াজ্জিনদের জন সচেতনতামূলক দিকনির্দেশনা বক্তব্য দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুল মনসুর।##
Leave a Reply