বার্তা পরিবেশক ::
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আপনকন্ঠ পত্রিকায় প্রকাশিত ” টেকনাফ সেন্টমাটিন মিয়ানমারের সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রনে ‘সেভেন স্টার’ গ্রুপের ১২ গডফাদার “। এই শিরোনামে ১২ মে সোমবার প্রকাশিত সংবাদের একাংশের তীব্র প্রতিবাদ জানিয়েছি। উক্ত শিরোনামে আমাদের জড়িয়ে আমার ছবি দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা, মনগড়া ও বানোয়াট। আমি ওই সংবাদের একাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকৃতপক্ষে ওই সেভেন স্টার সিন্ডিকেটের যে মোহাম্মদ আলমের নামে সংবাদ প্রকাশিত হয়েছিল তা আমি নয়। আমি একজন আলেম চট্টগ্রাম হাতহাজারী মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শেষ করে ও বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে কাজ করি সেন্টমাটিনে। আমার মূলত ব্যবসা হচ্ছে সেন্টমার্টিন রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসা।
একটি স্বার্থন্বেষি মহল আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য সরবরাহ করে বিভ্রান্তি করার পাঁয়তারা করছে। এছাড়াও আমি কোন ধরনের সিন্ডিকেটের সংগেও জড়িত নই। প্রকৃত সিন্ডিকেট মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনা হোক সেটা আমি চাই। সঠিক তদন্ত করে প্রকৃত মাদক ব্যবসায়ী ও পাচারকারি অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক।
আমাদের জড়িয়ে যে সংবাদটুকু প্রকাশিত হয়েছে তাতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানাচ্ছি এবং সংবাদে একাংশে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মৌঃ মোহাম্মদ আলম
পিতা / আবদুল জলিল
সেন্টমার্টিন দক্ষিণপাড়া
Leave a Reply