বিডি ক্লিনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২২ আগস্ট টেকনাফে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) টেকনাফ জেটিঘাট সংলগ্ন উক্ত সেচ্ছাসেবী সংগঠনের এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিডি ক্লিনের উপজেলার প্রধান সমন্বয়ককারী কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রাফি আনোয়ার এর উদ্যোগে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়, আমাদের প্রত্যেককেই নাগরিক দায়িত্ব পালন করতে হবে। বিডি ক্লিন সেটা অব্যাহত রাখবে। সম্প্রতি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে টেকনাফ শহরে সেদিকে লক্ষ্য রেখে সকল শ্রেণির মানুষকে সচেতনতামূলক বার্তা দেয়া।
এছাড়া ড্রেন-নালা খাল-বিল বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তুপ এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রোগাক্রান্ত হচ্ছে সববয়সী মানুষ। নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আগামী ২২ আগস্ট টেকনাফ উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে জানান টেকনাফ বিডি ক্লিন।
বিডি ক্লিনের উপজেলার প্রধান সমন্বয়ককারী রাফি আনোয়ার বলেন, পরিচ্ছন্নতা শুধু একটি কাজ নয়, এটি একটি অভ্যাস, একটি দায়িত্ব।
আসুন, সবাই মিলে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলি, প্লাস্টিকের ব্যবহার কমাই এবং জীবাণুমুক্ত পরিবেশ গড়ে তুলের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
Leave a Reply