মোঃ শেখ রাসেল,টেকনাফ
টেকনাফে বিজিবি জওয়ানদের পৃথক অভিযান চালিয়ে ৭১ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির বিশেষ একটি টহল দল মিয়ানমার হতে পাচার করে এনে লম্বাবিল মৎস্যঘেঁরের পাশে পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ও লেদা বিওপির নিয়মিত টহল দল লেদা খালের নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠ থেকে ৪১ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
জানা যায়, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৭টারদিকে ও রাত সোয়া ৮টারদিকে পৃথক অভিযানে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এসময় লেদা বিওপির নিয়মিত টহল দল লেদা খালের নাফনদীর বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠ দিয়ে দুইজন লোকজন আসার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে একটি বস্তাসহ উখিয়া জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/সি-৮ এর শেড নং-৮৯৮ এর বাসিন্দা আব্দুস শুক্কুরের পুত্র সৈয়দ আলম (২২) কে আটক করে। উক্ত বস্তার ইয়াবা গণনা করে ৪১হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে এবং মালিকবিহীন ৩০হাজার পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
Leave a Reply