সংবাদ দাতা
টেকনাফে মেয়াদ উত্তীর্ণ সিরাপ খেয়ে ছোট শিশু অজ্ঞান হয়েছে বলে খবর পাওয়া গেছে।জানাগেছে,গত ২/৩দিন আগে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রেঙ্গুল বিলের খোরশেদ আলমের ( প্রকাশ বাইলা) পুত্র এরশাদ (৯)শিশু টির গায়ে জ্বর উঠলে তাৎকনিক ফার্মেসিতে গিয়ে রোগের বিবরণ দিলে, তাকে নিরাময় শক্তি হিসেবে এ কয়টি সিরাপ দেন। যার কবারের উপরে লিখা ছিল ২০০ ও বোতলের উপরে ছিল ২২ নামের লিখাটি মেয়াদ হিসেবে। পরে তিনি বাড়িতে গিয়ে শিশুটিকে খাওয়ানোর কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে মাটিতে ঢলে পড়েন। শিশুটির পিতার বরাদ দিয়ে জানাগেছে, সে পুত্রের জন্য টেকনাফ রেঙ্গুল সিনেমা হলের পাশের এক জৈনকের ফার্মেসি হতে ঐ সিরাপ টি ক্রয় করেন। পরে তা জানাজানি হলে ঐ কোম্পানি সিরাপ টি টেকনাফের সকল ফার্মেসি দোকান হতে তাদের এম আর (কর্মী) দিয়ে তাৎক্ষণিক ভাবে তুলে নেন বলে খবর পাওয়া গেছে। এদিকে স্থানীয় জনসাধারণের দাবি, টেকনাফের প্রতিটি ফার্মাসিতে কিচু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে প্রতিটি ফার্মাসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ থাকতে পরে, যা মানব দেহের জন্য হুমকি। তাই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বা যৌত অভিযান পরিচালনা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ।
Leave a Reply