বিশেষ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে ভুমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরগুলো’র নির্মাণকে পুঁজি করে মধ্যস্বত্ত্বভোগী দ্বারা আর্থিক দুর্নীতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরধরে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। গত ২৫ জানুয়ারী ২০২১ইং রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিফাত বিন রহমান বাদী হয়ে স্থানীয় আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দা ও মৎস্যজীবী লীগ নেতা আজিজুল হকের পুত্র মোঃ জাহাঙ্গীর আলমকে এজাহারভুক্ত আসামি করে প্রতারণার অভিযোগে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান জানান, এক সরকারি কর্মকর্তা বাদি হয়ে প্রতারনার অভিযোগ এনে জাহাঙ্গীর আলমকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে গত ২০ জানুয়ারী ২০হাজার টাকার বিনিময়ে ঘর পেল ২৭ ভূমিহীন পরিবার’ শিরোনামে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। তদন্ত শেষে গতকাল সোমবার ৪পৃষ্টার একটি প্রতিবেদন উপজেলা প্রশাসনকে জমা দেয় কমিটির আহবায়ক হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। এই বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, প্রকাশিত নিউজের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী উপহারের ঘরে দূর্নীতির ঘটনাটি আমরা খুবই স্বচ্ছতার সঙ্গে তদন্ত করেছি। নিউজে আনা অভিযোগগুলোর সত্যতা পেয়েছি আমরা। তাছাড়া প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করে কর্তৃপক্ষকে জমা দেওয়া হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেখিয়ে টাকা নেওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি সংবাদের সত্যতা পেয়ে প্রতিবেদন জমা দেয়। তারই সূত্র ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পটি আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। এখানে কেউ অনিয়ম ও দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
Leave a Reply