1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
র‌্যাব পরিচয়ে অপহরণ: এখনও অধরা চক্রের প্রধান ‘নবি হোসেন -শাহ আলম জুলাই গণঅভ্যুত্থানের শুরু আজ এক বছরে সম্পূর্ণ কোরআন হিফজ হাবিব  ছাত্রদল নেতার ইয়াবা লুট : ভাগাভাগি করে নেন ২৩ নেতাকর্মী নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ অ’বৈধভাবে মিয়ানমারে পা’চারকালে ৪৩০ বস্তা সার ও ৬’শ বস্তা আলু’সহ ১৩ পা’চারকারী আ’ট’ক  হ্নীলার মানুষ কে পানি*বন্দী থেকে বাঁচা*নোর জন্য খাল খননের প্রস্তাব ইউএনও কে জানালেন চেয়ারম্যান মোঃ আলী  জাতীয় নাগরিক পার্টি (NCP) টেকনাফ উপজেলা ইউনিট গঠনে সদস্য আহ্বান ||টেকনাফ ৭১ বিজিবির অ’ভিযানে জালের ভিতর মিললো ১লাখ ২০হাজার ই’য়াবা, দুই মি’য়ানমারের পা’চারকারি আ’টক  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন, হেলালী-মাহবুব-জাফর প্যানেলের পূর্ণ বিজয় 

ক্রিকেটার সৌম্যের দুপুরে গায়ে হলুদ,রাতে বিয়ে!!

  • আপডেট সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫১৩ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:: তারকা ক্রিকেটারদের বিয়ের বিষয়ে জানতে ভক্তদের বরাবরই আগ্রহের কমতি নেই। কে হচ্ছেন কনে? বিয়েটা প্রেমের সম্পর্কের কি-না? এসব বিষয় জানতে ভক্তদের আগ্রহ সব সময় বেশি। তবে ইতোমধ্যে ভক্তদের মাঝে জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার তার স্ত্রীর সঙ্গে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে সব কিছু পরিষ্কার করে দিয়েছেন।
পারিবারিক আয়োজনে বিয়ে হলেও সৌম্য সরকার ও প্রিয়ন্তী দেবনাথ পূজার জানাশোনা অনেক আগে থেকেই। কনে প্রিয়ন্তী দেবনাথ পূজা খুলনার টুটপাড়ার হাজীবাগ এলাকার। বর্তমানে রাজধানীর গ্রীনরোডের স্থায়ী বাসিন্দা। সৌম্য সরকার সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার বাসিন্দা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়ায় সৌম্য সরকারের বাড়িতে চলছে গায়ে হলুদের প্রস্তুতি। দুপুর ১২টায় শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান। এতে হাজির হয়েছেন আত্মীয়-স্বজন,শুভাকাঙ্ক্ষীসহ সৌম্যের বন্ধুরা। মধ্যরাতে খুলনা ক্লাব মিলনায়তনে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।
সৌম্য সরকারের বিয়ে নিয়ে শুরু থেকেই কঠোর গোপনীয়তা অবলম্বন করছে তার পরিবার। তবে গোপনীয়তার মাঝেও শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে সৌম্য সরকারের আশীর্বাদের কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানেই শুরু হয় বিতর্কের। অবৈধভাবে হরিণের চামড়া বাসায় রেখে সেটি আসন হিসেবে ব্যবহার করা হয় সৌম্যের আশীর্বাদে। যদিও এটিকে পারিবারিক ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন সৌম্য সরকারের বাবা সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার।
তবে বাংলাদেশ বন্যপ্রাণী ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক এসএম জহির উদ্দিন আকন জানান,
যদি তারা চামড়া রাখার পক্ষে কোনো লাইন্সেন্স দেখাতে পারেন তবে সেটা বৈধ নয়তো অবৈধ। অবৈধ হলে শাস্তি পেতে হবে।
এদিকে, বিয়ের দিনও কঠোর গোপনীয়তা অবলম্বন করছেন সৌম্য সরকারের পরিবার। সৌম্যের বাবা বলেন, সৌম্যের বিয়ের বিষয়ে কথা বলতে ওপর মহলের নিষেধ রয়েছে।বিকেল ৪টার দিকে বরযাত্রীর বহর নিয়ে খুলনার উদ্দেশ্য রওনা হবেন সৌম্য সরকার। ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে (মন্টুমিয়ার বাগান) আয়োজন করা হয়েছে বৌভাতের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!