আরাফাত সানি / নাছির উদ্দীন রাজ
কক্সবাজার টেকনাফ সদরের মহেশ খালিয়া পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্রে উপকুলে অভিযান চালিয়ে ২৮ হাজার পিচ ইয়াবা সহ ৪ পাচার কারি ও একটি নৌকা জব্দ করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্ট গার্ড স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান জানায়, ১২মে ভোর গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসানের নেন্তৃন্তে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালাকালীন সময় মহেশখালি ঘাটেঁ একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌকাটিকে জব্দ করে কোস্টগার্ডের অভিযান পরিচালনা করি দল। পরবর্তীতে নৌকাটি কে তল্লাশি করে ২৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারের সাথে জড়িতি ৪জন পাচার কারিকে আটক করেছেন। আটক কৃতরা হলেন নুর আহমদের পুত্র মোঃ হারুন (৩২) আলী আহাম্মদের পুত্র নুর কবির (২৮) মৃত আব্দুল হাকিমের পুত্র শাহজালাল (১৮) মোঃ সৈয়দের পুত্র আবু সুফিয়ান(২৮)। সকলে টেকনাফের বাসীন্দা বলে জানাগেছে। আটক কৃত পাচারকারি ও জব্দ কৃত ইয়াবা, পাচারকার্যে ব্যবহারত নৌকা টি পরবর্তী আইনানুগ ব্যবস্তা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply