নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন( বিসিজি) স্টেশান টেকনাফ প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস নামের দুইটি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ৫ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলার কেরুন তলিতে নাফ নদীর পাশে উক্ত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী (এনডিইউ,এএফডব্লিউসি, পিএসসি)।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন কাজী শাহ আলম বি,এন, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শেখ খালেদ মাহমুদ ইফতেখার,
টেকনাফ বিসিজি ষ্টেশান কমান্ডার লেঃ কমান্ডার নাইমুল হক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীসহ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে মুজিব বর্ষ উপলক্ষে নতুন ভবন প্রাঙ্গণে
বৃক্ষ রোপণ শেষে স্থানিয় জেলেদের মাঝে লাইফ জ্যাকেট, রেডিও, রেইনকোট ও টর্চ লাইট বিতরন করেন।
এ সময় চট্টগ্রাম জোনাল কমান্ডার পূর্ব জোন ক্যাপ্টেন কাজী শাহ আলম বি,এন, সাংবাদিকদের জানান, দায়িত্ব পূর্ণ সমুদ্র এলাকায় মাদক, জলদস্যুতা সহ বিভিন্ন অপরাধ দমনে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানোর ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল গতিশীল করার লক্ষ্যে নতুন ভবন স্থাপন করা হয়েছে।
Leave a Reply