মোঃ আরাফাত সানী, টেকনাফ
টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকার মাতাব্বর বাড়ি মসজিদ সংলগ্ন টেকনাফ পৌর শ্রমিকলীগ নেতা জিয়াউর রহমান জিয়ার বাড়ির সামনে থেকে একটি আর,মি ও আংশিক হদুল ও কালো রঙের মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মোটর সাইকেল মালিক মোঃ হাসিম জানান, চুরি হওয়ার মোটর সাইকেল বিষয়ে আমি টেকনাফ মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়েরের করছি।
রবিবার (০৫ আগষ্ট) ভোর রাত আনুমানিক আড়াই টার দিকে মটর সাইকেল চুরির ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক মোঃ হাসিম আরো জানান, আমি একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি আমি রাতে একটি ফ্যান দিয়ে গেলে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে বাসার সামনে মোটর সাইকেল রেখে ভিতরে প্রবেশ করেন। ১০- ২০ মিনিট পর এসে দেখতে পায় ফেজার ১৫০ সিসি মোটর সাইকেলটি নেই। যার (রেজি: নং -কক্সবাজার ল -১১-১৬৪১।
আমার মটর সাইকেল উদ্ধার বা ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করছি। যদি কেউ সন্ধান দিতে যোগাযোগ করুন -01918-843109
Leave a Reply