1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ’ত্যা’র পর নিজ মেয়ের লা’শ খালে ফেলে দেন ঘা’ত’ক পিতা! আচমকাই চেয়ার নিয়ে বিপাকে জো বাইডেন টেকনাফের শামলাপুরে দুই রো’হিঙ্গা মিলে কোটি টা’কার ই’য়াবা’র চালান ছি’নতাই! র‌্যাব পরিচয়ে অপহরণ: এখনও অধরা চক্রের প্রধান ‘নবি হোসেন -শাহ আলম জুলাই গণঅভ্যুত্থানের শুরু আজ এক বছরে সম্পূর্ণ কোরআন হিফজ হাবিব  ছাত্রদল নেতার ইয়াবা লুট : ভাগাভাগি করে নেন ২৩ নেতাকর্মী নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ অ’বৈধভাবে মিয়ানমারে পা’চারকালে ৪৩০ বস্তা সার ও ৬’শ বস্তা আলু’সহ ১৩ পা’চারকারী আ’ট’ক  হ্নীলার মানুষ কে পানি*বন্দী থেকে বাঁচা*নোর জন্য খাল খননের প্রস্তাব ইউএনও কে জানালেন চেয়ারম্যান মোঃ আলী 

সুন্দরী স্ত্রীর পরকীয়া প্রতারণার প্রেমের ফাঁদে সর্বহারা টেকনাফে প্রবাসী জসিম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৬৮ বার পড়া হয়েছে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কঁচুবনিয়া গ্রামের এজাহার মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী জসিম তার স্ত্রী সুন্দরী হাসিনার প্রতারণার কারণে সর্বস্ব হারিয়ে এখন সর্বহারা।নিজের স্ত্রী হাসিনা এক শিশু সন্তানের জননী হয়েও একাধিক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে তার সোনার সংসার ভেঙে চুরমার করেছে বলে অভিযোগ তুলে মালয়েশিয়া থেকে ভিডিও বার্তা পাঠান প্রবাসী জসিম।
জসিমের স্ত্রী হাসিনা টেকনাফের সাবরাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ঘোলা পাড়ার বাদশা মিয়ার মেয়ে।গত ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা পরবর্তীতে সামাজিক ও ইসলামী শরিয়ত মোতাবেক তাদের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তাদের সংসারে ফুটফুটে একটি কন‍্যা সন্তান জন্ম নেয়।পরে ২০১৮ সালে জীবন জীবিকার সন্ধানে সংসারের সুখের খাতিরে সে সুদুর মালয়েশিয়া পাড়ি জমায়।প্রবাস থেকে সে প্রতিমাসে সংসারের জন‍্য টাকা পাঠায় এবং সুখে শান্তিতে তাদের দাম্পত্য জীবন কাটে। কিন্তু কিছুদিন পর প্রবাসী স্বামী জসিমকে ধোকা দিয়ে এলাকার একাধিক পুরুষের সাথে অবৈধ পরকীয়ায় জড়িয়ে পড়ে সুন্দরী হাসিনা এবং বেপরোয়াভাবে তার প্রেমের সম্পর্ক চালিয়ে যায়।পারিবারিক সুত্রে জসিম তার স্ত্রীর এ বেপরোয়া চলাফেরার কথা জেনে তাকে নিষেধ করলে উল্টো তার কাছে ডিভোর্স চেয়ে হুমকি দিতো।
প্রবাসী জসিম জানান,আমি বিদেশ আসার পর যে টাকা কামাতাম সব টাকা আমার মেয়ে ও স্ত্রীর জন‍্য পাঠিয়ে দিতাম।সে আমার অজান্তে হারিয়া খালী গ্রামের জালাল আহমদের ছেলে মোহাম্মদ রবি,কঁচুবনিয়া গ্রামের আহমদ উল্লাহর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ,নয়া পাড়ার দুদু মিয়ার ছেলে মোহাম্মদ ইউনুছ সহ একাধিক পুরুষের সাথে অবৈধ পরকিয়ায় জড়িয়ে পড়ে এবং আমার সুখের সংসারে অশান্তির আগুন জালিয়ে দেয়।আমাদের সংসারে একটি মেয়ে সন্তান থাকা সত্বেও আমার কথার অবাধ‍্য হয়ে তার প্রেমিকদের সাথে অবৈধ মেলামেশা করতে থাকে।তার এই অবৈধ সম্পর্কের প্রেমিকদের সাথে ভিডিও কলে কথা বলার ফুটেজ অনেক কষ্টে সংগ্রহ করেছি তাতে নিশ্চিত হই যে সে আমার আর নেই।
এ বিষয়ে জানতে চাইলে হাসিনা বলেন,আমার যে ভিডিও ফুটেজগুলো পেয়েছেন তারা সবাই আমার আত্মীয়।আত্মীয়ের সাথে এমন খোলামেলা কিভাবে আলাপ করে এমন প্রশ্নের জবাবে প্রতিবেদককে জানান,জসীম আমাকে ঠিকমতো ভরনপোষন দেয়না,আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনা।তার বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি,তাকে বিদেশ থেকে এনে নারি নির্যাতন মামলায় জেল খাটাবো।
স্থানীয় ইউপি সদস‍্য আবুল ফয়াজ এর কাছে জানতে চাইলে তিনি জানান,বিষয়টি খুবই দুঃখজনক। জসীম প্রবাসে থাকে এবং এই মেয়েটির চলাফেরা একটু বেপরোয়া সেটি এলাকার মানুষ থেকে শুনেছি। যদি উভয় পক্ষ আমার কাছে বিষয়টি নিয়ে আসতো আমি সমাধান করে তাদের সংসার ঠিকিয়ে রাখবার চেষ্টা করতাম। আমি ঝগড়াটে মানুষকে সেধে উপকার করতে চাইনা।
প্রবাসী জসীম আরও জানান,বিভিন্ন সময় সে আমার কাছে মোটা অংকের টাকা চেয়ে ফোন দিত এবং বলতো টাকা দিলে সে ভালো হয়ে যাবে।আমার সকল সঞ্চয় নিজের সন্মানের খাতিরে তাকে দিয়ে দিতাম।এখন আমি সর্বশান্ত হয়ে অপমানে কষ্টে বেচে থেকে জিন্দা লাশ হয়ে গেছি।এখন সে আমাকে দেশে আসতে দিচ্ছেনা। দেশে আসলে জেল খাটাবে বলে হুমকি দিচ্ছে।আমি এলাকার সকল জনপ্রতিনিধি ও সর্বসাধরণের কাজে এ প্রতারক হাসিনার বিচার দাবী করছি।
যে কোন নিউজ ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন – 01907- 57 82 50

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!