1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফে আওয়ামী লীগ নেতা সহ ৩ কৃষক অপহরণ ৮ ঘন্টা পর উদ্ধার সীমান্তে শিক্ষার আলো ছড়াচ্ছে মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ – সচিব কামরুল হাসান(এনডিসি) দেশের পথে এমভি আবদুল্লাহ, বাড়ি ফেরার উচ্ছ্বাস নাবিকদের ৩ দিনের রিমান্ডে মিল্টন সমাদ্দার কক্সবাজারের উখিয়া নাফনদী ১০ বাংলাদেশি জেলেকে ধরে নেওয়ার অভিযোগ উঠেছে । টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সরোয়ার আলম মনোনয়ন পত্র জমা দিয়েছেন  বিজিবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ছাত্রলীগ নেতাকে নির্যাতন-মারধার টেকনাফে নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত আগের রূপে টেকনাফ থানা, অপহরণ-নির্যাতন চলছেই

কক্সবাজার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এর অধীনে টেকনাফে টেকনিকেল স্কুল এন্ড কলেজসহ ৪০ কোটি টাকা ব্যায়ে ৮টি বহুতল স্কুল ভবন নির্মাণ কাজ চলছে

  • আপডেট সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ১০৩৭ বার পড়া হয়েছে

মোঃ আশেক উল্লাহ ফারুকী (টেকনাফ৭১)

 

শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সরকার দেশব্যাপী ৩হাজার স্কুল প্রকল্পের আওতায় বহুতল স্কুল ভবন নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে কক্সবাজার জেলার শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া টেকনাফ সীমান্ত উপজেলার “৩হাজার স্কুল প্রকল্পের” অধীনে চলতি ২০২০-২০২১ অর্থ বছরে ৪০ কোটি টাকা ব্যায়ে ৮টি বহুতল স্কুল ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়াস্থ টেকনাফ টেকনিকেল স্কুল এন্ড কলেজ ওয়ার্কশপসহ ৫তলা ১৬ কোটি টাকা। টেকনাফ এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪তলা ৩ কোটি টাকা, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় ৪তলা ৩ কোটি টাকা, সাবরাং সিকদার পাড়া উচ্চ বিদ্যালয়ে ৪তলা ৩কোটি টাকা, নয়াপাড়া হাজী নবী হোসেন উচ্চ বিদ্যালয়ে ৪তলা ৩ কোটি টাকা, হ্নীলা জমিরিয়া মাদরাসা ৪তলা ৩ কোটি টাকা, হোয়াইক্যং দারুত তৌহিদ বালিকা মাদরাসা ৪ তলা ৩ কোটি টাকা, এবং মহেষখালিয়া পাড়া বাহরুল উলুম মাদরাসা ৪তলা ৩ কোটি টাকা । এছাড়া ছোট ছোট ৩টি উন্নয়ণ প্রকল্পের জন্য ৭০ লাখ টাকা করে ২ কোটি ১০ টাকা। কারিগরি শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় অর্থায়ন (রাজস্বখাত) থেকে এ অর্থ ব্যায় করবে। কক্সবাজার শিক্ষা প্রকৌশর অধিদপ্তর( সাবেক ফ্যাসিলেটিজ বিভাগ) এর তত্বাবধানে স্কুল ভবণ নির্মাণ করবে। এবং স্বস্ব প্রতিষ্ঠানের ঠিকাদার এ কাজ বাস্তবায়ন করবে। একই সাথে নতুন পল্লান পাড়ায় ১৬ কোটি টাকা ব্যায়ে টেকনাফ টেকনিকেল স্কুল এন্ড কলেজ ও ওয়ার্কসপ বহুতল ভবন নির্মিত হচ্ছে। যার দৈর্ঘ্য ২৫০ ফুট, প্রস্থ ৪০ ফুট উচ্চতা ৪০ ফুট। সেই সাথে থাকছে ৪তলা বিশিষ্ট ওয়ার্কসপ । প্রায় ৭ একর জায়গার উপর এ বহুতল ভবনটি নির্মিত হচ্ছে বলে জানা যায়। কেইএসটি(জেভি) নামে একটি ঠিকাদীরী প্রতিষ্ঠানের সত্বাধিকারী মো. ইমাম হোসাইন জানান, ১০০টি উপজেলায় ১টি করে টেকনিকেল স্কুল এন্ড কলেজ শীর্র্ষক প্রকল্পের আওতায় টেকনাফ টেকনিকেল স্কুল এন্ড কলেজ নির্মাণের জন্য ২০১৯ সালের ২৮ নভেম্বর কার্যাদেশ পাবার কাজ শুরু হয়। ৫শ ৪০দিনের ভিতর উক্ত কাজ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। বর্তমানে বেইজ ঢালাল কাজ চলছে। পরিবেশ পরিস্তিতি অনুকূলে থাকলে উক্ত প্রকল্পের উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।
কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উখিয়া-টেকনাফের দায়িত্বে নিয়োজিত উপসহকারী প্রকৌশলী অমিত শাহা জানান, নির্ধারিত সময়ের ভিতর স্বস্ব ঠিকাদীরী প্রতিষ্ঠানকে কাজ সম্পন্ন করার লক্ষে তদারকি করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর