1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এবার সিটি করপোরেশন সহ যেসব পৌরসভার কাউন্সিলরদের অপসারণ ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ টেকনাফে দুই মা’দ’ক কা’র’বা’রি গ্রু’পের গুলাগুলি :আ’তঙ্কে এলাকাবাসী শাহাজাহান চৌধুরি’র আগমনে যুবসমাবেশ সফল করার লক্ষ্যে টেকনাফে বিএনপির প্রস্তুতি সভা ও সমাবেশ স্থল পরিদর্শন সেনাবাহিনীর নারীরা ইউনিফর্মের সঙ্গে হিজাবও পরতে পারবেন ডিএনসি’র অভিযানে ১ কেজি বিদেশি মাদক আইস’সহ টেকনাফে মাদক কারবারি আটক বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন! সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন সর্বোচ্চ দামে নিলাম পেলেন টেকনাফ স্থল বন্দরের ব্যবসায়ী ওমর ফারুক সিআইপি টেকনাফে ৭০ হাজার মানুষ বেকার- কর্মহীন : জড়িয়ে পড়ছে অবৈধ কর্মকাণ্ডে

রঙ্গিখালী গভীর জঙ্গল হতে চোরাই পাথর ভাঙ্গার মেশিন জব্দ সংবাদের জুহুর আলম’এর ব্যাখা ও প্রতিবাদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০
  • ৫৪৯ বার পড়া হয়েছে

নিউজ রুম (টেকনাফ৭১)

 

 

গত ৬ এপ্রিল টেকনাফ থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টাল” টেকনাফ টুডে ডটকম ” ও বিভিন্ন পত্রিকার অনলাইনে ” হ্নীলায় গভীর জঙ্গল হতে চোরাই পাথর ভাঙ্গার মেশিন জব্দ ” সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা দেখে আমি অবাক ও বিস্মিত হয়েছি। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তি হীন। আমাকে সামাজি ভাবে মান সম্মান ক্ষুন্ন করার জন্য এলাকার কিছু কুচক্রী মহল এই ভুল তথ্য দিয়েছে সংবাদ কর্মিদের। যা শাক দিয়ে মাছ ঢাকার প্রয়াস মাত্র। প্রকৃত ঘটনা হল, কে বা কারা দির্ঘ দিন ধরে রঙ্গিখালী গভীর জঙ্গলে একটি পাথর ভাঙ্গার মেশিন ফেলে চলে যায়। ঐদিন টেকনাফ বনবিভাগ কর্মকর্তারা একটি অভিযান পরিচালনায় এলে ওই মেশিনটি পাহাড়ে অবস্থানরত দেখতে পায়। পরে তাহা জব্দ করে নিয়ে যান টেকনাফ বন কর্তৃপক্ষ। কিছুক্ষণ পরে কিছু কিছু অনলাইন পত্রিকায় দেখা যায় ওই উদ্ধারকৃত মেশিন আমার থেকে উদ্ধার করেছে মর্মে আমার ঘাড়ে চাপিয়ে দেয়। যা আসল ঘটনা কে ধামাচাপা দেয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আমি ব্যক্তিগতভাবে একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে ও কৃষি ক্ষেত, মৎস্য চাষ ও ক্ষেত খামার সহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে আসছি । অথচ যারা এই ঘটনায় জড়িত তারা কিছু হলুদ মিডিয়া কর্মীর আত্মীয় বলে তাদের নাম পত্রিকায় আসে নাই। অথচ রঙ্গিখালী থেকে নামে-বেনামে অনেকেই পাহাড় কাটা থেকে শুরু করে, পানের বরজ,মরিচ ক্ষেত,পাঁচ মাস ধান ক্ষেত থেকে বন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে মাসিক মাসোহারা নিচ্ছে। যা কৌশলে স্থানীয় অনেকেই জড়িত, কিছুই বাকি নেয়। কিন্তুু ভাগ্যের নির্মম পরিহাস বারবার ওই বনবিভাগের পাহাড়ে কিছু হলেই আমাকে আসামি করে বটে। তার বাস্তবতা এলাকায় এসে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে সরজমিনে যাচাই করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কর্মকর্তাদের কাছে। আমি জহুর আলম বিগত১০ বছর আগে সৌদি প্রবাসী হিসেবে ছিলাম। সেখান থেকে এসে আমি দেশে আমার সব পরিবার নিয়ে স্বাভাবিকভাবে জীবন যাপন করছি। এমতাবস্থায় সংসারের জীবন-জীবিকা রক্ষার্থে টেকনাফের স্বনামধন্য বাজার হ্নীলা স্টেশনের সিকদার প্লাজা ও নাসিম মার্কেটে কয়েকটি কাপড়ের দোকান করেছি পরে তা বিক্রি করে একটি চালের দোকানও করি। এরপর থেকে স্বাভাবিক অবস্থায় চলাফেরা দেখে স্থানীয় রাজনীতির বলির পাঠা বানিয়ে অনেকে আমার নাম ব্যবহার করে তাদের সুবিধা অর্জন করার জন্য আমাকে দীর্ঘ অনেক বছর মিথ্যা মামলা /মুকাদ্দামা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে যা রঙ্গিখালী এলাকার মানুষ সহ সকলের জানা আছে। এরপরে গত ইউপি নির্বাচনে আমি ইউপি সদস্য হিসেবে প্রার্থী হয়েছিলাম, কোন কারনে আমি হেরে গেলে এরপর থেকে স্থানীয় কিছু কুচক্রী মহল আমাকে নিয়ে বিভিন্ন রাজনীতি করে আমার জীবনকে নিয়ে খেলা করছে। আমার জীবনে রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোন কাজ আমি করিনি। এমতাবস্থায় আগামী নির্বাচন সামনে আসার প্রাক্কালে আমি ওই নির্বাচনে অংশগ্রহণ করব এরকম ধারণা নিয়ে আমার প্রতিপক্ষরা আমাকে নিয়মিত মিথ্যা ভাবে নামে-বেনামে নিউজ করে ফাঁসানোর চেষ্টা করছে। হ্নীলার গভীর জঙ্গল হতে চোরাই পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে তা আমার না, কিন্তুু স্থানীয় কিছু কুচক্রী মহলের ও দালালদের যোগসাজশে আমার নামে ভুল তথ্য দিয়ে নিউজ করিয়েছেন। এ বিষয়ে বন কর্মকর্তা ও জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
………………….
নাম-জুহুর আলম
পিতা- মৃত এবাদুল্লাহ
রংগীখালী, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর