সংবাদ দাতা
গত কাল কে একটি সংবাদে খারাংখালীর নাছর পাড়া এলাকার খালেক হোসেন সহ তিন জন আমার বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রচার করেছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পুর্ন মনগড়া ও তাদের সাজানো। মুলত তারা নাছর পাড়া থেকে খারাংখালীতে একটি রিকশা যোগে এসে ওই অসহায় গাড়ি চালক কে ভাড়া না দিয়ে তাড়িয়ে দেন। পরে রিকশা চালক তা আমাকে বুঝালে আমরা তাকে কেন গাড়ি ভাড়া দাওনি বলে জানতে চাইলে খালেক হোসনেরা উল্টো আমাদের উপর চড়াও হয়। পরে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটক সাজিয়ে টেলিফোন মার্কার প্রার্থীর সমর্থকেরা আনারস মার্কার সমর্থকদেরকে হামলা করেছে বলে অপ-প্রচার করে। অথচ আমরাই আনারস মার্কার পক্ষে ভোট করে জাফর চেয়ারম্যান কে উপজেলা নির্বাচনে বিপুল সংখ্যক ভোট প্রদান করে বিজয় করেছি। মূলত জাফর চেয়ারম্যানের কর্মী আমরাই। যা তারা সুবিধা নিতে ব্যক্তিগত ই-সুকে নির্বাচনী ই-সুতে জড়িয়ে তাদের পক্ষে জনমত বা অনুসারী তৈরি করার চেষ্টা করছে। তা নিয়ে বিভ্রান্ত না হয়ে সকলকে যথাযথ তদন্তের জন্য এলাকায় আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নব নির্বাচিত জাফর চেয়ারম্যানের কাছ থেকে বিচার দায়। আমি আপনার জন্য ভোট করে এবং কর্মী হয়ে কেন তারা আমার বিরুদ্ধে অপ প্রচার চালায়।
প্রতিবাদ কারি….
কামরুল ইসলাম আব্বুয়া
খারাংখালী।
Leave a Reply