সংবাদ দাতা
টেকনাফ থেকে প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল ” টেকনাফ টুডে ” নামের একটি অনলাইন নিউজ পোর্টালে হোয়াইক্যংয়ে অপহরণকারী চক্রের আস্তানা হতে পালিয়ে আসা ব্যক্তির নিরাপত্তাহীনতার অভিযোগ! শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। যা
সম্পূর্নরূপে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ।
শামীমের সাথে আমি সেলিমের এমন কোন ঘটনা ঘটেনি। মূলত শামীম চিংড়ি প্রজেক্টে বিশেষ প্রয়োজনে আমার কাছ থেকে ২ লক্ষ টাকা ধার নেয়, যা স্থানীয় অনেকজন স্বাক্ষী রয়েছে। তার কাছ থেকে ওই ধারের টাকা ফেরত চাইলে আজ- কাল করতে থাকে। সর্বশেষ গত ২৬ই আগস্ট শামীমের কাছ থেকে ধার নেওয়া টাকা গুলো দেওয়ার জন্য বললে, সে কয়েকদিন পর মাছ ধরে টাকা দিবে বলে জানান ৷ এরপর হঠাৎ গতকাল টেকনাফ একটি অনলাইন পোর্টালে আমি শামীমকে অপহরণ করেছি মর্মে একটি সংবাদ প্রকাশ করা হয়। পাওনা টাকা পরিশোধ না করতে সে সাংবাদিক ভাইদের এমন মিথ্যা তথ্য দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। তাই সম্মানিত পাঠক ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট অনুরোধ করব এমন মিথ্যা সংবাদে কেউ বিভ্রান্ত হবেন না। আমি এমন মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
প্রতিবাদকারী
………………….
নাম- মোঃ সেলিম
পিতা- আবুল মনজুর
ঠিকানা- পুর্ব সাতঘরিয়া পাড়া, নয়া বাজার, হোয়াইক্যং টেকনাফ, কক্সবাজার।
Leave a Reply