নিউজ রুম
গত ১২এপ্রিল বাংলাদেশের খবর নামের এটি নিউজ পোর্টালে “টেকনাফে ইয়াবা পাচার কারির চক্র এখনো সক্রিয় ” শিরোনামে প্রকাশ হওয়া নিউজ টিতে আমাদের নাম দেখে আমরা হতবাক ও বিস্মিত। এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হল আমরা মোঃ শুক্কুর, ওয়াহে, মোঃ আলী, পেটান আলী, জমির হোছন, সকলে দিন মুজুর, সিএনজি চালক, চাকরিজীবী, ব্যবসায়ি। আমরা নিজে উপার্জন করে কোনমতে সংসারের খরচ চালায়। কিন্তুু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে আমাদের আয় ইনকাম বন্ধ হয়ে গেলে আরো অভাবে পড়ে যায়। যা কাউকে বলা বড়য় মোশকিল। আমদের জীবনে কোন দিন আমরা রাষ্ট্রিয় নিষিদ্ধ ইয়াবা ও রোহিঙ্গা জকির গ্রুপের সাথে জড়িত ছিলামনা। বরং আমরা জেনে থাকলে ইয়াবা ব্যবসায়িদের বিরুদ্ধে সমস্ত প্রসাশনকে সহযোগিতা করে আসছি ।আর আমাদের কারণে প্রকৃত ইয়াবা কারবারিরা সীমান্ত দিয়ে ইয়াবা প্রবেশ করতে পারছেনা বলে আমাদেরকে স্তব্ধ করার জন্য এই নিউজ দিয়েছে। জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে তথ্য সংগ্রহ করার সময় আমাদের এলাকার কিছু কুচক্রী মহল আমাদের ব্যক্তি গত শত্রুরা ভুল তথ্য দিয়ে আমাদের কে বর্তমান যোগের সবচেয়ে ঘৃণ্য অপরাধি বানানোর জন্য কৌশলে কাজ করছে । উক্ত সংবাদ নিয়ে কাউকে / রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী কে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদ কারি।
……………………….
নাম-মোঃ শুক্কুর, পিকা- আব্দুল হামিদ।
নাম- ওয়াহেদ (বুজুরুজ মিয়ার মেয়ের জামাই )
নাম- মো: আলী, পিতা-শাহ আলম কোম্পানি।
নাম- পেটান আলী, জমির হোছন -পিতা – নাজীর হোছন।
সর্ব সাং জাদিমুরা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার
Leave a Reply