মোঃ আরাফাত সানী/মোঃ শেখ রাসেল||টেকনাফের হ্নীলায় র্যাবের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারীকে আটক করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিপিসি (র্যাব ১৫) টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার।
জানাযায় ১৪ মে (বৃহস্পতিবার) বিকাল টারদিকে র্যাব-১৫ এর একটি দল মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা হোয়াব্রাং মসজিদের পাশে প্রধান সড়কে তল্লাশী চৌকি বসিয়ে যানবাহন তল্লাশীকালে দক্ষিণ দিক হতে আসা একটি সিএনজি তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা যাত্রী ও চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার মৃত মোজাহের মিয়ার পুত্র ঈমান হোছন (২৫) ও মিনা বাজারের মামুনুলের পুত্র হামিদ হোছন (২০) কে আটক করে। তাদের সাথে থাকা কাপড়ের শপিং ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত মাদক কারবারী ও উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান সিপিসি (র্যাব ১৫) এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এডিশনাল এসপি বিমান চন্দ্র কর্মকার।
Leave a Reply