টেকনাফ৭১
হিংস্র মানব কর্মে দানব
ভিতরে মন কালো,
সকাল সাঁঝে নষ্ট নীতি
চায়না কারো ভালো।
হিংসার তরে ব্যঙ্গ করে
হিংসা অন্তর জুড়ে,
কাজের বেলায় পরের ভালোয়
অন্তর যায় তার পুড়ে।
শকুন দৃষ্টি লোলুপ দৃষ্টি
রঙিন চশমা চোখে,
অপন স্বর্থে বাহু বলে
ব্যঙ্গ হাসি মুখে।
আগুন লাগায় পিছন থেকে
চালাক তারা অতি,
হিংসার আগুন জ্বালায় দ্বিগুণ
পরের করে ক্ষতি।
হিংসা ভুলে আলোর রথে
চলো মানব তুমি,
অহিংসার পথ ধরলে সবে
আবাস হবে ভুমি।
Leave a Reply