“সেই মেয়েটি”
এ কে এম, কামাল হোছাইন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
চলার পথেই- রেল গাড়িতে
সেই মেয়েটি’র দেখা,
হাতে তাহার রঙিন- বালা
পায়ে ছিলো নূপুর।
দেখতে তারে চমৎকার এক
মায়াবী রাজকন্যা,
চোখ দেখতে টানা- টানা
কণ্ঠ তাহার- সুস্বর।
গন্তব্য’র ঐ মাঝ পথে হলো
জল বেলা বিরতি,
হলো মোর তাহার সাথে-
একতা আলাপন।
আচার আচরণ ছিলো তার
হয়না কেহ- তুলনা,
ঘোমটা দিয়া ডাকা সেই
কথা তার ধর্মনিষ্ট।
ফিরে- ফিরে আমি আজও
যায় নাফের তীরে,
চেয়ে রয় দেখা হবে বলে
সেই মেয়েটি সাথে।
সেই কি চায় আমাকে নেই
কোন জানা মোর,
রাগে সে ভরপুর মন সত্
হয়নি আজও বলা।
প্রভুর প্রতি দু’হাত তুলে সদা
করি দোয়া প্রার্থনা,
জীবন যেন সিদ্ধ হয় পূর্ণ
সেই মেয়েটি জন্য।
________________________
তারিখঃ- ০৯/০৬/২০২০ ইং—
এ কে এম, কামাল হোছাইন।
বাংলাদেশ পুলিশ সদস্য।
Leave a Reply