নাছির উদ্দীন রাজ /মোঃ শেখ রাসেল
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যে কোন মূল্য দেশে মাদক,সন্ত্রাস ও মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুশরন করতে হবে। সেই লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে টেকনাফ মডেল থানার পুলিশ। আগামী ১৬ই ডিসেম্বরের মধ্যে টেকনাফ কে মাদক মুক্ত ঘোষণা করার লক্ষ্যে ওসি প্রদীপ কুমার দাশ এর নির্দেশে টেকনাফের প্রতিটি ইউনিয়নে দু টি ভাগে ভাগকরে অভিযান ও প্রচারনা পরিচালনা করছেন টেকনাফ মডেল থানা পুলিশ। তারি অংশ হিসেবে ২৫ জুলাই বিকেলে হ্নীলা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে পুরান বাজার ফুলের ডেইল ও ওয়াব্রাং এলাকায় বিট পুলিশিং মাদক বিরোধী সমাবেশ করেন। উক্ত সভায় টেকনাফ মডেল থানার এস আই নাজিম উদ্দীন বলেন, প্রথম বারের মত এসেছি শেষ বারের মত বলে যাচ্ছি, হয় মাদক ছাড়েন না হয় এলাকা ছাড়েন। সত্য পথে আসলে আমরা আপনাদের সহযোগিতা করব। এলাকার কারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের নাম দেন আপনাদের পরিচয় গোপন রাখা হবে। না হয় আমাদের অভিযানে কেউ ছাড় পাবেনা। অবশ্যই টেকনাফ কে মাদকমুক্ত করবোই।এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার এ এস আই কাজী সাইফুদ্দীন ও এ এস আই মাজহারুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply