নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)
টেকনাফে মালয়েশিয়ায় পাচার হওয়ার সময় রোহিঙ্গা শরণার্থী আটক। জানাযায় ২৯ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখে সন্ধ্যা ৭ ঘটিকায় সময় মালয়েশিয়ায় পাচার হওয়ার জন্য রোহিঙ্গা শরণার্থী টেকনাফ হ্নীলা ইউনিয়নে অবস্থিত নেচার পার্ক এর ভিতর অবস্থান করে। অভিনব কায়দায় লুকিয়ে থাকা রোহিঙ্গা দু পুরুষ ও তিন নারী কে বিট কর্মকর্তা মাইকেল দৃষ্টিগোচর হলে পরে ঐ বিট কর্মকর্তা ও তার সিকিউরিটি দিয়ে পাচার হওয়ার জন্য প্রস্তুুতকৃত রোহিঙ্গা তিন জন মেয়ে ও দুজন পুরুষ আটক করে।ঐখান থেকে পুরুষ দু জন দৌড়ে পালিয়ে যায়। বিট কর্মকর্তা নিকটস্থ আর্মি ক্যাম্পে খবর দিলে ক্যাম্প কমান্ডার এর অনুমতি ক্রমে আর্মি ক্যাম্পে নিয়ে আসে আটক কৃতদের। তারপর ক্যাম্প কমান্ডার মূচনী শরনার্থী পুলিশ ক্যাম্পে সংবাদ দিলে নয়া পাড়া রেজিস্ট্রার ক্যাম্প হতে এস আই মাসুদ শেখ ও তিন জন পুলিশ সদস্য এসে রোহিঙ্গা মেয়েদের ৮.৪০ ঘটিকার সময় মূচনী পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতরা হলেন, হাশিম আলীর মেয়ে বুশরা (১৪) এইচ ১ ব্লক, ক্যাম্প নং ২২ হোয়াইক্যং, হাশিম উল্লাহার মেয়ে উম্মে কুলসুম (১৫) ব্লক ডি ১২ ক্যাম্প নং ১৯ বালুখালী, বাড়ু মিয়ার মেয়ে খালেদা ( ১৬) ব্লক ডি ৫ ক্যাম্প ১৯ বালুখালী। এ বিষয়ে মোচনী নয়াপাড়া রেজিস্টার ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরের কাছে জানতে চাইলে তিনি জানান, আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে এবং টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ আটককৃতদের বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
Leave a Reply