1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের পৃথক অভিযানে ১২ হাজার পিচ ই*য়া*বা উদ্ধার,  গ্রেফ*তার ৩ কার*বারি সিএনজি জব্দ  টেকনাফে নৌবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে  বিপুল পরিমাণ ই*য়া*বা ও অ*বৈধ অ*স্ত্র উদ্ধার জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী ও গুণিজনদের সম্মাননা দিয়ে  কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন চেয়ারম্যান মোঃ আলী, হ্নীলা  পরিবেশের সু*র*ক্ষা*য় হ্নীলা ইউনিয়নে ও রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা মুক্তি কক্সবাজারের চারা বিতরণ  উখিয়ার কামাল মেম্বার হ’ত্যা ঘটনায় বিএনপি নেতাসহ ৮ জনের নামে হ’ত্যা মা’ম’লা অপরাধী যে দলেরই হোক কোনো ছাড় নেই: র‍্যাব মহাপরিচালক হিমছড়ি সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নি’হত, নি’খোঁজ ২ টেকনাফে ৩ হাজারের অধিক তাজা গু’লি, দেশি-বিদেশি অ’স্ত্র সহ ভি’ক’টিম উ’দ্ধা’র হ’ত্যা’র পর নিজ মেয়ের লা’শ খালে ফেলে দেন ঘা’ত’ক পিতা! আচমকাই চেয়ার নিয়ে বিপাকে জো বাইডেন

বোনের জন্য সংবাদকর্মী রহমত উল্লাহ আবেগময় স্ট্যাটাস||Teknaf71

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩৩৪ বার পড়া হয়েছে

রহমত উল্লাহ (টেকনাফ ৭১)

আজ অনেকদিন পর অনেক্ষণ কাঁদলাম। বড়বোনের হারানোর বেদনায় এসেছিল জলস্রোত চোখের নদীতে। ভেঙ্গেছিল পাষাণ হৃদয়ে কবর দেয়া ভালবাসার বাঁধ।
তোমার ছবি দেখলে!
আমার চোখে যে মরণ দেখি!আজ ৮ মাস ১৯ দিন হয়ে গেল!
আমাদের ছেড়ে চলে গেলি বিধাতার ঢাকে ফুটন্ত একটি
গোলাপের হলুদ পাপড়ি –
সেই আমার বোন।
সে নাকি আজ অতীত!
বোন আমার জন্য আর ঈদে জামা
কিনতে হবে না –
সে নাকি আর কথা বলবে না,
নির্জীব হয়ে রবে আজীবন –
এ কেমন নিয়তির দৌড়ঝাঁপ,
বুকের গলনাংকে জমেছে কষ্টের
মানচিত্রের অকপট ছবি
আমার বোন পরওপারে চলে গেছে –
আমি তাকে দেখতে পারবো না
সেই দেখেছিলাম ক ‘৮ মাস আগে,
নিজের বোন নেইতো –
তাই বোন হারানোর কষ্ট আমি
তুখোর বুঝি, কষ্ট চুষি –
তবুও, জীবনে বোনকেই খুঁজি।
প্রথম যেদিন জ্ঞানবান হলাম,ডাকিলাম তোমায় আপু বলে।
কী মায়া! কী মমতার জড়িয়ে গেলাম বুঝিনা কোন ছলে। তোমায় হারিয়ে ধরণীতে হায়।
দুচোখ করে ঢলমলে।

বড়বোনকে বুবু বলেই ডাকতাম, আজও বুবু বলেই তাকে স্মরণ করছি বুবু ! বড় হয়ে তোমাকে হারালাম। তবু ভুলি নাই তোমার সেইসব মমতাকাতর ভালবাসার ছবি । কালের গর্ভে হারিয়ে গেছে সেই ভালবাসা যদিও , ধরে রেখেছি মনের কোণে তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার স্নেহ , তোমার মমতা। তুমি পরওপারে, এভবেই চেয়ে নেব তোমার ভালবাসার ছোঁয়া। এভাবেই মনের অলিন্দে বয়ে বেড়াব তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার স্নেহ, তোমার মমতা। জীবনবধি ধরে রাখব তোমার ভালবাসার গল্প। আজ এক বন্ধুর বাসায় সীমের বিচির সাথে কইমাছ । মাছ খেতে গিয়ে পেলাম হাতে কাঁটার আঘাত । এসে গেল মনে সেই ছোট্ট বয়সের স্মৃতি ।থমকে গেলাম কিছুক্ষণের জন্য । হারিয়ে গেলাম শৈশবে। জলধারা নেমে এল চোখে। সিক্ত হল নয়নযুগল।

আমাকে বন্ধুরা বলেছিল তুর বোন আছে পরিবারে একটা তোমাদের কথা আজ বড্ড বেশি মনে পড়ে,বোনহীন বাড়ি আজ আমার।
বোন নেই সে পরিবারে কোনদিন সুখ থাকে না। উৎস্বর্গ পৃথিবীর সকল ভাইবোনদের জন্য,যেন পৃথিবীর প্রত্যেকটি ভাইবোনের ভালবাসা ,সারাজীবন অঠোর থাকে। আমার প্রিয় বোনকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।আমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!