1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ওসি প্রদীপের সাজাপ্রাপ্ত স্ত্রী চুমকির জামিন টেকনাফ লেঙ্গুরবিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ আর নেই : বাদ মাগরিব জানাজা টেকনাফে অস্ত্র ঠেকিয়ে দুই কৃষক অপহরণ জুলাই বিপ্লবের পরে হ্নীলা পরিষদে নাগরিক সেবা বঞ্চিত মানুষ! ভিডব্লিউবি চাল বিতরণে হট্রগোল টেকনাফে কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, রাষ্ট্রপক্ষকে খোঁজ নিতে বললেন হাইকোর্ট শীর্ষ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা না নেওয়ায় টেকনাফে থানার সামনে বিচার চেয়ে মানবন্ধন দীর্ঘ ১৬ বছর পুলিশের বন্দুক যুদ্ধের বুলেট বুকে নিয়ে রাজনীতি করেছি : আব্দুল্লাহ টেকনাফ থেকে পায়ে হেঁটে তেঁতুলিয়ার উদ্দেশ্যে সেই যুবতী তাহুরা জুলাই বিপ্লবের পরে টেকনাফে ৩৩ মামলায় ৭৫ জন গ্রেফতার ৫ অস্ত্র, ৫১ গুলি,৪০ হাজার ইয়াবা সহ ১০০ লিটার মদ উদ্ধার টেকনাফে সিএনজি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৮৯৫ পিস ইয়াবা উদ্ধার

শাহ পরীর দ্বীপের প্রবাসীর জমির উপর সশস্ত্র হামলা ও জোর পূর্বক দখলের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৯০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিবেদক,
টেকনাফ সাবরাং ইউনিয়ন শাহ পরীর দ্বীপে প্রবাসী মাঝোর পাড়া গ্রামের মৃত্যু হাজী জহির আহম্মদের পুত্র আবদুল মোনাফ ও তার বৃদ্ধ চাচা হাজী মির আহম্মদের জমি বিভিন্ন দলিল মূলে ক্রয় করিয়া বিগত চল্লিশ বছর যাবত দখলে থাকা জমির উপর সশস্ত্র হামলা করে জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
গত ২ শে অক্টোবর ২০২০ইং রোজ সোমবার সকালে আবুল ফয়েজের নেতৃত্বে শস্ত্রত্র মহড়ায় ২০/২৫ জন লোক বাড়ি ঘেরাও করে অবৈধ অস্ত্র ও লাঠি নিয়ে এবং গাছ-পালা কেটেঁ ধবংস করার পরে প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি সাধন করে এমনটাই জানিয়েছেন অভিযোগকারীরা।
হামলার সময় সকাল আনুমানিক ০৮ টায় হামলা করে।
১মপক্ষে  মোঃ আবদুল্লাহ, পিতা,মৃত্যু হাজী জহির আহমেদ শাহ পরীর দ্বীপ মাঝের পাড়া, ৭ নং ওয়ার্ড ৪ নং সাবরাং ইউনিয়ন থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
১।আবুল ফয়েজ (৩২)
২। মোহাম্মদ রফিক (৩০)
৩। জাহেদ উল্লাহ (২২) সর্ব পিতা মৃত উমর মিয়া প্রঃ বাগু মিয়া। ৪। আবদু শুক্কুর (৫০) পিতা : মৃত আবদুল মতলব, ৫।লালু মিয়া পিতা: মৃত আবদুল হাকিম, ৬। আবুল কাশিম ফকির (৫০) পিতা: মৃত আশরাফ মিয়া, ৭।কালু মিয়া (৪৮) পিতা:মৃত আশরাফ মিয়া, ৮। মোহাম্মদ ছিদ্দিক (৩৫) পিতা : কালু মিয়া প্র: লেং কালু, ৯। আবদু শুক্কুর (৩৫) পিতা: নজির আহম্মদ, ১০। হোছন আহম্মদ পিতা: মৃত খুইল্লা মিয়া, ১১। গুরা মিয়া (৩০) পিতা: আবুল কাশেম, ১২।কালাম(৩৬) পিতা : মৃত্যু বদি উদ্দীন,
১৩।নজির আহমদ (৩৩)পিতা:মৃত্যু আবদুল হাকিম, ১৪।শরীফ উদ্দীন (৩৫) পিতা:আবদুল মজিদ, ১৫।কালা মিয়া প্রঃ কালা মাইট্যা (৩২) পিতা লালু মিয়া, সর্ব সাং ডাংঙ্গার পাড়া ,শাহ পরীর দ্বীপ,সাবরাং ইউনিয়ন, এ সময় অজ্ঞাত নামা  আরো ১০/১২ জন সন্ত্রাসী.২য় পক্ষগন ঘটনাস্থল
শাহ পরীর দ্বীপ ডাংগর পাড়া ১ম পক্ষের স্বত্ব দখলীয় নিম্ন তপশীলোত্তু খামার বাড়ি।
সবিনয় নিবেদন এই যে,অধীন ১ম পক্ষ উপরোক্ত সাকিনের স্হায়ী বাসিন্দা ও আইন- মান্যকারী লোক হই, পক্ষান্তরে ২য় পক্ষগন অত্যান্ত প্রভাবশালী, ধনজনে বলীয়ান ভূমিদস্যু, পরধনলোভী, দাঙ্গা- হাঙ্গামা সৃষ্টিকারী,লাঠিয়াল,  বেআইনী অস্ত্রধারী, সন্তাসি ও আইন অমান্যকারী প্রকৃতির একদল বদ্ধ লোক হয়।তাহাদের অবৈধ লাঠিয়াল বাহিনী আছে এবং তাহারা আইনের প্রতি কোন তোয়াক্কা করে না।
১ম পক্ষকে খুন করিয়া ফেলিবে মর্মে প্রকাশ্যে হাঁকাবাকা করে।
এ বিষয়ে বাদী টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ঠেট আদালত কক্সবাজার, মামলা দায়ের করেন যা আমাদের টেকনাফ একাত্তর ডটকমের এর কাছে রয়েছেন।
তপশীল মৌজা-শাহপরীর দ্বীপ,। আর,এস ২১১,৩৭১,৯৩নং খতিয়ানে আর,এস ১৬৩১,১৬৬৪,১৬৬৫,১৬২৪,১৬২৮,১৬৫৭,১৬৫৮১৬৬১,১৬২৯,১৬৭১,১৬৬৬,১৬৬৮,নং দাগাদির তুলনামূলক বি,এস ৪৫০নং খতিয়ানে আন্দর নামজারী বি,এস ১১১২ ও ১১৬৪ নং খতিয়ানে নামজারী দাগ বি,এস ৪৫৬, ৪৬১, ৪৬৪,৪৬০,৪৬৫, ৪৬৮,৫৬৮,৫৭২,৪০৪,১৮২০,১৮১৫,১৮৩২,৪৬৩ দাগাদির আন্দর সর্বমোট ৩.১৩ একর জমি বিরোধীয়।
নামজারী ও জমা কারিজ মামলা নং-৩৩০(১)২০০৫-০৬ এর ২৮ তারিখ ১২ মাস ২০০৫ এর তারিখ আদেশ মতে নামজারী বিএস খতিয়ান নং-১১২২ এর অধীনে ৪৬৪,৪৬৩,৫০২ দাগে ১.৬২ একর ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,০৭ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী মাস্টার শামসুল আলম।
এই জঘন্য ঘটনা তদন্ত পূর্বক আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্তা নেওয়ার জন্য প্রসাশনের সু-দৃস্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!