মোঃ আরাফাত সানী,টেকনাফ
টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ৪ পালাতক আসামী কে আটক করেছে।
২১ জুন সোমবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে টেকনাফ মডেল থানার অফিসার ইর্নচাজ এর নির্দেশে এস আই সাইদ এস আই নুর আলম,হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকার মৃত কাশেম এর ছেলে মোঃ আব্দুল্লাহ (৩৫), যার মামলা নং জি/আর ১১৬২/১৮/ ও একই এলাকার মালেকের ছেলে সাহাবুউদ্দিন(২৮) যার মামলা নং জি /আর ৭১/১৯/ ও হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার রশিদ আহমদ এর ছেলে নুর (২৩) মামলা নং জি/আর ২৫৮/১৭/, সৈয়দ নুর (২০) জি/আর ২৫৮/১৭/
এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহনের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে
Leave a Reply