টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউনিয়নের শীলখালী ৩নং ওয়ার্ডে দীর্ঘ দিনের জনসাধারণের চলাচলের রাস্তা নির্মান ও কর্তনে বাঁধা দেওয়ার কারণে, স্থানীয় ও নারিশ কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা কাটাকাটির জের ধরে বাহার ছড়া শীলখালী এলাকার ১২ জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারিশ কোম্পানির প্রতিনিধি মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেছে বলে দাবি জানিয়েছেন মানব বন্ধন উপস্থিত বক্তারা।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে উক্ত সড়কের উপরে ভুক্তভোগী শত শত জনসাধারণ মানববন্ধন করেছেন। এ সময় মানববন্ধনে স্থানীয় ছেলেদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দীর্ঘ দিনের প্রাচীন সড়ক বহাল রাখার দাবি জানান, যদি সামাধানে না আসে ভবিষ্যতে উক্ত ঘটনা কে কেন্দ্র করে যে কোন সময় দুই পক্ষের মধ্যে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারনা। মানব বন্ধনে স্থানীয় বক্তারা আরো বলেন, যে রাস্তা দিয়ে এলাকা বাসী প্রতিনিয়ত কক্সবাজার, টেকনাফ, সাগরের মাছ ধরা, কৃষিকাজে চাষ করে কৃষি পন্য সংগ্রহ সহ নানা কাজে ব্যবহারিত হয় সেই রাস্তা যদি যে কোন প্রতিষ্ঠানের দখলে চলে যায় যেমন টি এলেকাবাসী সুবিধা বঞ্চিত হবে তেমনি ব্যবসা বানিজ্যের ও প্রচুর ক্ষতি সাধান হবে। যে মিথ্যা মামলা হয়েছে তা পুন তদন্তের দাবি জানান স্থানীয় মানব বন্ধনে অংশগ্রহণ কারী বক্তরা।
Leave a Reply